“জাতীয় শোক দিবস ২০২২” উপলক্ষ্যে প্রিমিয়ার লিজিং এণ্ড ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এক কর্মসূচীর আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। অতঃপর শোকের এই দিনে কালো ব্যাজ ধারণ করে প্রতিষ্ঠানের সম্মানীত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক মহোদয় ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতম কর্মকর্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে পুস্পস্তবক অর্পণ করেন।
“বঙ্গবন্ধুর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানী সেক্রেটরী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রতিষ্ঠানের ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্দ্যোগে শহরের লোকনাথ দিঘির পাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীতে শাখা ব্যবস্থাপকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।